জেলের বাইরে পেলের ছেলে ! কিভাবে ?
ঘটনার শুরু ২০০৫ সালে। সেটি নিয়ে একবার খবরের শিরোনাম ‘পেলের ছেলে গ্রেপ্তার’ তো আরেকবার ‘পেলের ছেলে জেলে’। কখনোবা ‘পেলের ছেলে মুক্ত’। ঘটনাটার শেষ এখনো হয়নি।
মানি লন্ডারিং আর মাদক পাচারের অভিযোগে পেলের ছেলে এডিনহোকে ২০০৫ সালে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি চলে ২০১৪ পর্যন্ত। ৩৩ বছরের জেল হয়েছিল কিংবদন্তি ফুটবলার পেলের ছেলের। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন এডিনহো। জেলে যাওয়ার ছয় মাসের মাথায় প্যারোলে মুক্তিও পেয়েছিলেন। আপিলের শুনানি চলে লম্বা সময় ধরে। গত সপ্তাহে তাঁর রায় দেন বিচারক।
৩৩ বছরের জায়গায় এডিনহোকে ১৩ বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। এবার শিরোনাম, জেলে যেতেই হলো পেলের ছেলেকে। পুলিশের কাছে ধরাও দিয়েছেন এডিনহো। কিন্তু শাস্তির বিরুদ্ধে নতুন করে আপিল করেন তাঁর আইনজীবী। এই আপিলের সুরাহা না হওয়া পর্যন্ত এডিনহোকে জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছেন আদালত। আবার ‘মুক্ত’ পেলের ছেলে। এবার শিরোনাম আর কীই-বা দেওয়া যায়! জেলের বাইরে পেলের ছেলে—এটাই বুঝি সবচেয়ে মানানসই। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন