বুধবার, আগস্ট ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেল থেকে বেরিয়েই ধর্ষণের অভিযোগ

জেল থেকে বেরিয়ে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জজ কোর্টের বিচারক জুয়েল রানার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করেছেন ঝালকাঠি নলছিটির এক নারী। মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করেন ওই নারী। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ বিষয়ে বিচারক জুয়েল রানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি ষড়যন্ত্রের অংশ,এটার কোনো সত্যতা নেই। ওই নারী আমাদের অফিসে চুক্তিভিত্তিক কাজ করতেন। তাঁর সঙ্গে আমার কোনো প্রকার মেলামেশা হয়নি। কিন্তু উনার অভিযোগটি আমি শুনেছি। যা একেবারেই ভিত্তিহীন। প্রয়োজনে ডিএনএ টেস্ট করলে সেটা ধরা পড়বে।’

কিন্তু সংবাদ সম্মেলনে ওই নারীর দাবি, তাঁর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিচারক তাঁকে ধর্ষণ করেছেন এবং এ ব্যাপারে অভিযোগ জানাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাঁকে ধরিয়ে নিয়ে জেল খাটান ওই বিচারক।

সংবাদ সম্মেলনে ওই নারী জানান, ২০১১ সালে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মোহরানার টাকার দাবিতে জজ কোর্টে মামলা করেন তিনি। কিন্তু ওই মামলা পরিচালনার আর্থিক সামর্থ্য ছিল না তাঁর। একপর্যায়ে এই অসহায়ত্বের সুযোগে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে নিজের অফিসে চুক্তিভিত্তিক কাজ দেন ওই বিচারক।

ওই নারী আরো অভিযোগ করে বলেন, ২০১৫ সালের ০৮ জুন স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে নিজের বাসায় নিয়ে তাঁকে ধর্ষণ করেন বিচার জুয়েল রানা। ধর্ষণের পর ওই নারী অসুস্থ হয়ে গেলে তাঁকে চিকিৎসাও করান ওই বিচারক।

পরে এই ঘটনা ধামাচাপা দিতে জুয়েল রানার ইন্ধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই নারীকে মাদক ব্যবসায়ী সাজিয়ে কোর্টে চালান করে দেয়। পরে গত বছরের ডিসেম্বরে জেল থেকে জামিন পেলেও ওই বিচারকের ভয়ে মুখ খুলতে সাহস পাননি বলে দাবি করেন ওই নারী।

সর্বশেষ গত জুলাই মাসে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হওয়ার পর ধর্ষণের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে করেন ওই নারী। তিনি আরো জানিয়েছেন, এই ঘটনায় ওই বিচারকের বিরুদ্ধে তিনি খিলক্ষেত এলাকায় মামলা করতে গেলে, পুলিশ তা গ্রহণ করেনি।

উল্লেখ্য, জুয়েল রানার বিরুদ্ধে ইতিমধ্যেই কর্তব্যে গাফেলতি, অনিয়ম, দুর্নীতি এবং গুরুতর অসদাচরণের অভিযোগে বিচার বিভাগীয় তদন্ত চলছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই তাঁকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের

ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন

  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত