জেল থেকে মুক্তি পাচ্ছেন পিস্টোরিয়াস
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অপরাধে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারা-অলিম্পিয়ান ও ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাবাসের আদেশ দিয়েছিল দেশটির আদালত। ইতিমধ্যেই এই শাস্তির এক বছর কাটিয়ে ফেলেছেন তিনি। এবার কারাবাস থেকে মুক্তি পাচ্ছেন পিস্টোরিয়াস।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্যারোল বোর্ড জানিয়েছে কারাগার থেকে মুক্তি পেলেও বাকি সময়টা গৃহবন্দি করে রাখা হবে তাকে।
গত আগস্টে পিস্টোরিয়াসকে কারাগার থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিাকার প্যারোল বোর্ড। কিন্তু দেশটির আইনমন্ত্রী মাইকেল মাসুথের বিরোধিতায় তা আর হয়ে উঠেনি। তিনি জানিয়েছিলেন, অনিচ্ছাকৃত হলেও পিস্টোরিয়াস এই হত্যার দায় এড়াতে পারেন না।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করে প্রথম প্যারা অলিম্পিয়ান হিসেবে সাড়া ফেলেছিলেন অস্কার পিস্টোরিয়াস। কারাগার থেকে মুক্তি পেলেও গৃহবন্দি থাকা অবস্থায় তিনি কেনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে এই সময়ে তার মানসিক চিকিৎসা চালিয়ে যাওয়া হবে।
আগামী মঙ্গলবার থেকে গৃহবন্দির নতুন জীবন শুরু হবে পিস্টোরিয়াসের। তার বিরোধিতা করলেও আরো আগেই রিভা স্টিনক্যাম্পের বাবা-মা পিস্টোরিয়াসের মুক্তি দাবি করেছিলেন। তারা মনে করছেন, কোনো কিছুই তাদের কন্যাকে ফিরিয়ে আনতে পারবে না। প্রতিদিনই তারা তাদের কন্যাকে মিস করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন