‘জেল হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের সাজা হওয়া উচিত’
জাতীয় চার নেতা হত্যা মামলায় ষড়যন্ত্রকারীদের অবশ্যই সাজা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
ষড়যন্ত্রকারীদের সাজা না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। একই সাথে যাবজ্জীবন সাজা নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি।
প্রথমবারের মতো প্রধান বিচারপতি হিসেবে কাশিমপুর কারাগার পরিদর্শনে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। কারাগারে পৌঁছানোর পর গার্ড অব অনার দেওয়া হয় তাকে। এরপর সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান বিচারপতি। এখানে কারাগার নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শনের পর কারা কর্মকর্তারা কাশিমপুর কারাগারের সার্বিক অবস্থা তুলে ধরেন।
জানানো হয় বর্তমানে কাশিমপুর কারাগার-১ এ ১২১২ জন ও কাশিমপুর-২ এ ২৫৪৩ জন, হাই সিকিউরিটি কারাগারে ১৯৫১ জন এবং মহিলা কারাগারে ৩৩৪ জন বন্দী আছেন। এরপর প্রধান বিচারপতি তার বিচারিক জীবনে বিভিন্ন মামলায় পরিচালনায় তার অভিজ্ঞতার কথা জানান।
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, জেল হত্যা মামলায় ষড়যন্ত্র এটা প্রমাণিত হলো। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হয়ে গেলাম, এরা পরিকল্পিতভাবে খুন করবে, যারা এই পরিকল্পনার মধ্যে থাকবে তাদের প্রত্যেকের শাস্তি পাওয়া উচিত।
ফৌজদারীসহ বিভিন্ন আইনের দুর্বলতা নিয়ে আলোচনার সময় যাবজ্জীবন কারা দণ্ডাদেশ নিয়ে নিজের মতামত জানান প্রধান বিচারপতি।
অনুষ্ঠান শেষে কারাগারের সেলে গিয়ে বন্দিদের খোঁজ খবর নেন প্রধান বিচারপতি। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বিচার বিভাগ ও কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন