জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই শিশুসহ দুই পরিবারের ৫জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলেমান মিয়া (৩৫), লোকমান মিয়া (৩০) এবং আনিসুল হকের ছেলে রাহিম আহমদ (৮) ও মনি আক্তার (৭)।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে আব্দুর রহিম ও পার্শ্ববর্তী ঘরের আনিসুল হক বাজার থেকে পটকা মাছ কিনে আনেন। রাতের খাবার খাওয়ার পরই দু পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে প্রথমে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে তারা মারা যান।
জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, রাতের খাবার খাওয়ার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ওই দুই পরিবারের ১০ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান। উপজেলা চেয়ারম্যান জানান, অসুস্থ অন্য চারজনকে ওসমানী হাসপাতালে এবং একজনকে রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির ওই গ্রামে যান। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন