মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্থানীয় সরকার নির্বাচন

জোটের প্রার্থীদের তালিকা বিএনপি কার্যালয়ে

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক জোটের প্রার্থীদের নামের তালিকা বিএনপি কার্যালয়ে এসে পৌঁছেছে। এর আগে স্থানীয় সরকার নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা তৈরি করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দলগুলো। জানা গেছে বাকি রাজনৈতিক দলের প্রার্থীদের নামের তালিকা ২ থেকে ৩ দিনের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাবে।

তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ও মনোনয়ন দেয়ার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া হবে বলে ২০ দলীয় জোটের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এই বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ২০ দলীয় জোটের পক্ষ থেকে আমি ৩ জন প্রার্থী দিচ্ছি। আর এই তিন জন প্রার্থীর নামের তালিকা আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।’

কোন কোন জেলার প্রার্থী দিচ্ছেন- এই প্রশ্নের জবাবে ইরান বলেন, ‘পিরোজপুর, সৈয়দপুর এবং এই জেলার (ঢাকা) কবির হাটে আমরা প্রার্থী দিচ্ছি। আমাদের প্রত্যাশা, ২০ দলীয় জোট আমাদের প্রার্থীদের মূল্যায়ন করবে।’

একই বিষয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বলেন, পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাইরের জন্য শনিবার আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে প্রার্থী বাছাই করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠনো হবে। তবে প্রার্থী মনোনয়নের বিষয়ে আমরা বেগম জিয়ার সিদ্ধান্তকেই প্রাধান্য দেবো।’

বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া একই বিষয়ে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা ৩ জন প্রার্থী ইতিমধ্যে বাছাই করেছি। আর এই ৩ জনের নামের তালিকা শনিবার আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাবো।’

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে জোটের প্রধান দল বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বলে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

তবে গতকাল শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্থানীয় সরকার নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেয়ার জন্য দাবি জানিয়েছেন। কিন্তু একই সঙ্গে নির্বাচন কমিশন যদি এই দাবি মেনে না নেয় সেক্ষেত্রে এমন সম্ভনাকে সামনে রেখে বিএনপি প্রার্থী বাছাইরের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে গত বুধবার ও বৃহস্পতিবার দলের সিনিয়র নেতা ও ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। তবে এই দুটি বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে ২০ দলীয় জোট অংশগ্রহণ করবে কি না তার সিদ্ধান্ত খালেদা জিয়ার উপর ছেড়ে দেয়া হয়েছে বলে জোট ও বিএনপির একাধিক সূত্রে জানিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দলগুলোর কতজন প্রার্থী থাকছেন- এই প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। এই বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলতে পারবেন।’

কিন্তু এই বিষয়ে একই কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘২০ দলীয় জোটের নেতারা এই বিষয়ে বলতে পারবেন।’

একই বিষয়ে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ইচ্ছা করলে জামায়াত ইসলামীর ৩০ টি প্রার্থী দিতে পারেন। আবার নাও দিতে পারেন। এটা সম্পূর্ণভাবে প্রার্থীর জনপ্রিয়তা ও বেগম খালেদা জিয়া উপর নির্ভর করবে।’

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের তারিখ ১৫ দিন পিছিয়ে দেয়ার জন্য দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বাংলামেইল

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের