জোড়া খুন: আটক কলেজ ছাত্রকে জিজ্ঞাসাবাদ
রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই আনোয়ার হোসেন লিঙ্কন নামে একজনকে আটক করা হয়েছে। লিঙ্কন সেন্ট্রাল আইডিয়াল কলেজের ছাত্র। সে কলাবাগান এলাকায় থাকতো।
সোমবার রাতে নিহত জুলহাজের ভাই ঈমন মান্নান ও পুলিশ বাদী হয়ে কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার এজাহারে অজ্ঞাত ৫-৬ জনের কথা উল্লেখ করা হয়েছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্বৃত্তরা যে রংয়ের শার্ট পড়া ছিল লিঙ্কনের পড়নেও ঠিক একই রংয়ের শার্ট ও ব্যাগ ছিল। তাই তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত তিনি ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেননি বলে জানায় পুলিশ।
গতকাল সোমবার বিকালে কলাবাগান লেক সার্কাসের ৩৫ নম্বর আছিয়া নিবাসে খুন হন জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয়। জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও বর্তমানে ইউএস এইডে কর্মরত ছিলেন। হিজড়া ও সমকামীদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার জুলহাজ দেশে সমকামীদের প্রথম সাময়িকী ‘রূপবানের’ সম্পাদক ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন