রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জোড়া খুন: পুলিশের হাতে গুরুত্বপূর্ণ আলামত

রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় এক দুর্বৃত্তের কাছ থেকে উদ্ধার করা ব্যাগ থেকে একটি দেশি ও একটি বিদেশি পিস্তল, গুলি, চাপাতি ও একটি গামছা, একটি লুঙ্গিসহ নয় ধরনের আলামত পাওয়া গেছে। এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আশরাফ উদ্দিন জানান, এসব আলামত পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি তদন্তের কাজ দ্রুত এগিয়ে চলছে। খুব দ্রুত অপরাধীদের ধরা হবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার এ ঘটনায় কলাবাগান থানায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অস্ত্র আইনে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাহমুদ বলেন, ‘অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে নিহত জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নান হত্যা মামলাটি দায়ের করেছেন। আর সরকারি কাজে বাধা ও অস্ত্র আইনে অপর মামলাটি করেছেন ঘটনাস্থলের কাছে দায়িত্ব পালন করা উপপরিদর্শক শামীম আহমেদ। এ মামলায়ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

এদিকে নিহত জুলহাজ মান্নানের ভাই মিনহাজ মান্নানের দায়ের করা হত্যা মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। তবে পুলিশের ওপর হামলা ও অস্ত্র উদ্ধার ঘটনায় দায়ের করা অপর মামলাটি কলাবাগান থানায় রয়েছে।

এদিকে এ ঘটনার দায় স্বীকার করেছে ‘আনসার আল ইসলাম’ নামে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলা ও ইংরেজি ভাষায় এ দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।

এ ঘটনায় বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরে এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিঞা বলেন, দুর্বৃত্তদের আক্রমণের খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়ে দুর্বৃত্তদের পুলিশ বাধা দিয়েছিল। এসময় দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্যও আহত হন এবং এক দুর্বৃত্তদের কাছ থেকে পুলিশ একটি ব্যাগ উদ্ধার করে।

তিনি জানান, ঐ ব্যাগে আগ্নেয়াস্ত্র ও আরবিতে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এমনও হতে পারে কেউ বিষয়টি ক্যামোফ্ল্যাজ (ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা) করতে সেখানে আরবিতে লেখা কাগজ ব্যবহার করেছিল। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল