জ্বলছে স্কুল! ছেলেমেয়েদের কথা ভেবে কাঁদলেন প্রধান বিচারপতির
জ্বালিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরের স্কুল। ভাঙা চেয়ার, পোড়ো ঘর- এসবের মধ্যে গত ২৫-৩০ বছর ধরে পড়াশোনা করতে পারছে না কাশ্মীরের ছেলেমেয়েরা। তাদের কথা বলতে গিয়ে চোখে জল এসে গেল প্রধান বিচারপতি টিএস ঠাকুর। শনিবার জম্মু ও কাশ্মীরে সেন্টার বেসিক স্কুলে বক্তব্য রাখতে গিয়ে গলা বুজে আসে তাঁর। কিভাবে উপত্যকার ছাত্রছাত্রীরা দিনের পর দিন লড়াই করে চলেছে, সেকথা ভেবে আবেগ ধরে রাখতে পারেননি দেশের প্রধান বিচারপতি।
তিনি বলেন, ‘গত ৫০ বছরে আমরা পৌঁছে গিয়েছি মঙ্গলে। কিন্তু এখানকার স্কুলগুলোতে কোনও পরিবর্তন হয়নি। গত ২৫-৩০ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সন্ত্রাসবাদ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছেও। কিন্তু, পড়াশোনা এমন একটা জিনিস যার সঙ্গে কোনও কিছুর আপোষ চলে না।’ কিন্তু কাশ্মীরে এমন একদল আছে যারা শিক্ষার বিরুদ্ধে। তারাই ছেলেমেয়েদের জিহাদের দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করেন তিনি।
তবে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করেন বিচারপতি। তিন বলেন, ‘আপনারা দেখছেন কিভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে স্কুল, কিভাবে উপেক্ষা করা হচ্ছে শিক্ষা। তাও আমার মনে হয় এখনও আশার আলো আছে।’
এই প্রথমবার নয় এর আগেও প্রকাশ্যে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান বিচারপতি। গত এপ্রিলে প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। ভারতে বিচারপতির সংখ্যা এত কম, যার ফলে বিচারব্যবস্থায় নাজেহাল হচ্ছেন দেশের মানুষ। সেকথা বলতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন