জ্বলে উঠলেন সাকিব, বেঙ্গালুরুর লক্ষ্য ১৮৪
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৮৪ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
সোমবার কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে কলকাতা।
এদিনও ব্যাট হাতে জ্বলে ওঠেন সাকিব আল হাসান, ১১ বলে খেলেন অপরাজিত ১৮ রানের ছোট্ট ঝোড়ো ইনিংস।
কলকাতার পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন গৌতম গম্ভীর। তার ৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান আসে মনিশ পান্ডের ব্যাট থেকে। ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান মনিশ।
আর শেষ দিকে আন্দ্রে রাসেল ১৯ বলে ৩ ছক্কা ও ২ চারে অপরাজিত ৩৯ এবং সাকিব ১১ বলে একটি করে চার ও ছক্কায় অপরাজিত ১৮ রান করেন। ৪.৪ ওভারে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিও গড়েন এই দুজন।
প্লে-অফের আশা স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে বেঙ্গালুরুকে। আর কলকাতা জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে-অফের টিকিট।
বর্তমানে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে বেঙ্গালুরু।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন