জ্বালানি খাতে ইরানের বিনিয়োগের প্রস্তাব

পারমাণবিক শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ইরানের শিল্প বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ রেজা মুওদুদী। পাশাপাশি তিনি অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ দেখান।
বুধবার মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ইরানের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকের সময় তিনি এ প্রস্তাব দেন।
বৈঠককালে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য কয়েকগুণ বাড়ানোর প্রস্তাব দেন ইরানের এ উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইরানের মাত্র ১০০ বিলিয়ন ডলারের বাণ্যিজ্যিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে মোহাম্মদ রেজা মুওদুদী বলেন, অত্যন্ত দুঃখজনক যে, এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা এর পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই।’
তিনি বলেন, ‘বাণিজ্য বাড়াতে এই মুহূর্তে বাংলাদেশের যা করণীয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অগ্রাধিকার ভিত্তিতে সমুদ্র বন্দরগুলোর আধুনিকায়নসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। একই সঙ্গে আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস জটিলতা নিরসনসহ দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াতে ভিসা প্রক্রিয়া সহজ করা।’
বৈঠকে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের উদ্যোগে একটি যৌথ ব্যবসায়িক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। এই কমিটির কাজ হবে, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের একটি রূপরেখা তৈরি করা। একই সঙ্গে বাংলাদেশ থেকে কী কী পণ্য রপ্তানি হতে পারে এবং ইরান থেকে কোন ধরনের পণ্য আমদানি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করা।
এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজিসহ দুই দেশের ব্যবসায়ী নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন