জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের আহ্বান এফবিসিসিআইয়ের
বিনিয়োগ বাড়াতে সরকারকে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
আজ বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা এ আহ্বান জানান।
জ্বালানি তেলের দাম সমন্বয়ের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংকট দূর করার বিষয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন সংগঠনটির বক্তারা। এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমদ মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় ব্যবস্থা ব্যবসাবান্ধব করার আহ্বান জানান।
ভ্যাট আদায়ে র্যাবের সংশ্লিষ্ট হওয়ার আগ্রহ প্রকাশের বিষয়ে মাতলুব বলেন, কোনোভাবেই এমন নীতি গ্রহণ করা ঠিক হবে না যাতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।’ তিনি বলেন, ‘আমাদের শান্তমতে যদি ব্যবসা করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারব না।’
সংগঠনের প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমি অনুরোধ করব যে, তেলের মূল্য যাতে আমরা সমন্বয় করি। ১১০ ডলারের ব্যারেল এখন ৩০ ডলারে নেমে এসেছে। সরকার যেহেতু ব্যবসা করে না, ব্যবসাকে ফ্যাসিলিটেইট করে, উৎপাদনের খরচ কমানোর ক্ষেত্রে এটাও বড় একটা উপাদান।’
বিনিয়োগ বাড়াতে ব্যাংকঋণের সুদ হার কমানোর আহ্বান জানায় এফবিসিসিআই। সম্প্রতি সুদের হার কমে এলেও প্রতিযোগী দেশের তুলনায় এখনো দেশে ব্যাংকের সুদ হার অনেক বেশি বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন