জ্যাকুলিন নাকি কৃতি সানুন? দুজনের মাঝে ‘বাঘি’

টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের ‘বাঘি’ ছবির সাফল্যের পর সিক্যুয়াল নিয়ে চিন্তা-ভাবনা করছেন পরিচালক সাজিদ নাদিয়ারওয়ালা। ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি। তবে টাইগার থাকলেও পরেরটিতে নায়িকা নিয়ে চলছে গুঞ্জন।
প্রথম ছবির চরিত্রগত কারণে টাইগারই থাকছেন সিক্যুয়ালে। কিন্তু প্রধান নারী চরিত্রের জন্য দুজনের নাম নিয়ে চলছে আলোচনা। হয় জ্যাকুলিন ফার্নান্দেজ কিংবা কৃতি সানুন। অন্তত এই দুজন প্রধান চরিত্রের প্রধান দুই প্রতিযোগী।
‘হাউজফুল’ ফ্রাঞ্চাইজিতে জ্যাকুলিনের সঙ্গে কাজ করেছেন সাজিদ। পরিচালক হিসাবে ‘কিক’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে তার। সেখানেই ছিলে জ্যাকুলিন। সাম্প্রতিক ‘ডিশুম’ ছবিতেও সাজিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে এই লাস্যময়ীর। ওদিকে, সাজিদের ব্যানারেই ‘হিরোপাতি’ ছবিতে দেখা গেছে কৃতি সানুনকে।
এর আগেই বলা হয়েছে, সাজিদ তার ছবি চীনে নিয়ে যাবেন। শেষের খবরটি হলো, ইতিমধ্যে চীনে ছবির কাজ শুরু হয়ে গেছে। সিক্যুয়ালটি পরিচালনা করবেন আহমেদ খান। তবে আহমেদ আসলে পেশাদার কোরিগ্রাফার। সূত্র : হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন