জ্যোতিষীর ভাষ্য, নতুন সংসারও ভেঙে যাবে নাগার

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করলেও ২০২১ সালে ভেঙে যায় এ সংসার।
সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেছেন। চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন তারা।
এদিকে, ভারতের সমালোচিত জ্যোতিষী বেনু স্বামী ভবিষ্যদ্বাণী করেছেন- বেশি দিন টিকবে না শোবিতা-নাগা চৈতন্যর সংসার। সোশ্যাল মিডিয়া এক্সে (টুইটার) ভিডিও পোস্ট করে এ দাবি করেন বেনু স্বামী।
জ্যোতিষ শাস্ত্র বিচারবিবেচনা করে বেনু স্বামী জানান, নাগা চৈতন্য ও শোবিতা যদি বিয়ে করেন তবে তাদের এ সংসার টিকবে না। আগামী ২০২৭ সালের মধ্যে ভেঙে যাবে তাদের এই সংসার। আর এ সংসার ভাঙার পেছনে থাকবেন একজন নারী।
পাশাপাশি বেনু স্বামী এও জানান, আবার আমাকে ভুল প্রমাণ করে এ জুটি একত্রেও থাকতে পারেন। বেনু স্বামীর এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। কারণ তার এমন মন্তব্য নেটিজেনদের অনেকের পছন্দ হয়নি। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নাগা কিংবা শোবিতা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন