বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয়েই মূল ফোকাস মাশরাফির

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল লড়াইয়ে আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে সফরকারীদের বিপক্ষে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বিসিবি একাদশ। তবে সেসব নিয়ে না ভেবে আপাতত জয়ের দিকেই মূল ফোকাস টাইগার দলপতির।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ ম্যাচকে সামনে রেখে শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাশরাফি।

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘গত বিশ্বকাপের পর থেকেই আমরা বেশ কয়েকটি সিরিজে দারুণ খেলেছি। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় মূল লড়াইয়ে জয়ের প্রতিই আমাদের মূল ফোকাস থাকবে। আমাদের লক্ষ্য যেকোনো ভাবে জয় পাওয়া।’

মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে বড় ধরনের হোঁচট খায় মাশরাফির বিসিবি একাদশ। মাশরাফি সেই হারকে হতাশাজনক বলে উল্লেখ করেন।

বোলিং অ্যাটাকে পেস না স্পিন কোনটাকে গুরুত্ব দেয়া হবে? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে দল সাজাবো। আমাদের মূল শক্তি হলো স্পিন। তবে গত কয়েকটা সিরিজে পেসাররাও দারুণ করেছে। অতএব সব কিছু বিবেচনায় নিয়েই দল সাজানো হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ হেরে গেলেই পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। তিন ম্যাচের সিরিজের তিনটিতে হেরে গেলে আট পয়েন্ট হারাবে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের আগে রেটিং পয়েন্ট নিয়ে কোনো ভাবনা নেই মাশরাফির, ‘রেটিং পয়েন্ট নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমাদের মূল ফোকাস জয়ের দিকেই থাকবে।’

বাংলাদেশ ক্রিকেট দল অনেকটাই সাকিব-নির্ভর। তবে গত কয়েকটা সিরিজে কিছুটা হলেও সেই নির্ভরতা কমেছে। সেই বিষয়ে মাশরাফি বলেন, ‘পুরো বাংলাদেশই সাকিবের দিকে তাকিয়ে থাকে। তবে গত কয়েকটা সিরিজে অন্যান্যরা ভালো করায় সেই নির্ভরতা অনেকটা কমে গেছে। সাকিব এখন আগের চেয়েও রিলাক্সড।’

বাংলাদেশ দলের মূল শক্তি বোলিং। এই বোলিংই আশা দেখাচ্ছে মাশরাফিকে। তবে বাংলাদেশ দলের মূল লক্ষ্য আপাতত প্রথম ম্যাচে জয় পাওয়া। এমনটাই জানালেন টাইগার দলপতি।

মাশরাফি বলেন, ‘প্রথম ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। প্রথমটা ভালো হলে পুরো সিরিজই ভালো হবে। এজন্য প্রথমটা ভালো হওয়া জরুরি।’

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে ছিটকে পড়েছেন ইনফর্ম ব্যাটসম্যান সৌম্য সরকার। গত কয়েকটা সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণ উদীয়মান ব্যাটসম্যানকে আসন্ন সিরিজে বাংলাদেশ মিস করবে বলে জানান মাশরাফি।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির