জয়ের জন্য হংকংয়ের দরকার ১৫৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য হংকংকে ১৫৯ রানে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে জিম্বাবুয়ে।
মঙ্গলবার ভারতের নাগপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুতেই ব্যাটিং ঝড় তোলেন জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। মাত্র ১৩ বলে ব্যক্তিগত ২০ রান করার পর দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যায় হ্যামিল্টন। পরে ৬২ রানের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে জিম্বাবুয়ে।
এরপর দলকে খাদ থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন সিবান্দা ও ওয়ালার। পঞ্চম উইকেট জুঁটিতে এ দুজন করেন ৬১ রান। দলীয় ১২৩ রান থেকে ১২৭ রানের মধ্যে পরপর তিনটি উইকেট হারায় জিম্বাবুয়ে। এর মধ্যে সিবান্দা অর্ধশতক তুলে নেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে জিম্বাবুয়ে।
দলের পক্ষে সিবান্দা সর্বোচ্চ ৫৯ রান করেন। ৪৬ বলে খেলা তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছয়ের মার। এছাড়া তিনটি ছক্কার সাহায্য এলটন চিগুম্বুরা ১৩ বলে করেন ৩০ রান। ওয়ালার করেন ২৬ রান।
হংকংয়ের পক্ষে তানবির আফজাল ও আইজাজ খান দুটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়েছে।
হংকং এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি খেলেছে। তার মধ্যে ১০টিতেই আগে ফিল্ডিং করল তারা।
বাংলাদেশও বাছাই পর্বে খেলছে। কাল খেলা রয়েছে মাশরাফিদের। মূল পর্বে খেলতে হলে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।
দুই গ্রুপে মোট দল রয়েছে আটটি। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন মূল পর্বে খেলার সুযোগ পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন