মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নিউইয়র্কে

জয়ের নামে চাঁদাবাজি করে ফাঁসলেন আ.লীগ নেতা

বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

গত শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁর পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা করা হয়।

সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পুত্র লুৎফর রহমান সুইট ‘নবীন লীগ’ নামক একটি সংগঠন করেছেন। এর প্রধান উপদেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে। যদিও জয়কে তা জানানো হয়নি বা তার অনুমতিও নেয়া হয়নি। বেশ ক’মাস যাবত যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে এই সংগঠনের শাখা করাসহ বিভিন্ন অজুহাতে চাঁদাবাজির অভিযোগ করা হয় স্বয়ং শেখ হাসিনা এবং জয়ের কাছে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সচিবালয় জানতে পারে যে, নবীন লীগ নামক ওই সংগঠনের নামে চাঁদাবাজির সাথে সাজ্জাদও জড়িত। এ কারণে সাজ্জাদকে এহেন অপতৎপরতা থেকে বিরত হবার সাথে সাথে কথিত ওই সংগঠন বিলুপ্তির নির্দেশ দেয়া হয়। কিন্তু সাজ্জাদ সেই নির্দেশ পালন করেননি।’ নবীন লীগ নামক কথিত ওই সংগঠনের নামে চাঁদাবাজির জন্যেই সাজ্জাদকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সজীব ওয়াজেদ জয়ের ই-মেইল নির্দেশনা পাওয়ার পর অর্থাৎ ১২ ডিসেম্বর শনিবার দুপুরের মধ্যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ যে সব কর্মকর্তাকে বহিষ্কারের প্রচারণা চালানো হয়েছিল, সেগুলো বিনাশর্তে প্রত্যাহারের প্রেস বিজ্ঞপ্তি বিতরণ করেছেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের ডাকা কার্যকরী কমিটির বৈঠক দুটিতে যারা ছিলেন তাদের কাউকেই দেখা যায়নি। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীর উপস্থিতিতে জনাকীর্ণ এই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডই মনিটরিং করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সজীব ওয়াজেদ জয় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে অব্যাহতি প্রদানসহ কার্যকরী সভা আহ্বানকারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত জানিয়েছেন।’

সাজ্জাদুর রহমান সাজ্জাদের দলে অবদানের কথা তুলে ধরে সিদ্দিকুর রহমান বলেন, ‘গত সাড়ে চার বছরে তিনি দিনরাত আমার সঙ্গে কাজ করেছেন। এ কারণে আজকের এই সাংবাদিক সম্মেলন আমার জন্য সুখকর নয়।

এ বিষয়ে নিজে হাইকমান্ডকে কিছুই জানাননি উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, ‘গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাইকমান্ড সবকিছু জেনেছেন।’ নেতা-কর্মীদের দলীয় আদর্শ, উদ্দেশ্য ও গঠনতন্ত্র মোতাবেক চলার পরামর্শ দেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু

দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন

বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা

বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন

  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল
  • বিএনপির টপ টু বটম দুর্নীতিতে জড়িত: কাদের
  • চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস