জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ সাকিব
আবারো জিম্বাবুয়ে। উজ্জীবিত বাংলাদেশের সামনে আবারো সিরিজ জয়ের হাতছানি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও দিয়েছেন সেই আভাস। প্রথম টি-টোয়েন্টিতে যেকোনো মূল্যে জয় চান তিনি।
ফেসবুকে অফিশিয়াল ফ্যানপেজে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব এমন আশাবাদ ব্যক্ত করেন।
‘টাইগাররা আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বছরের প্রথম চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এবং দৃঢ়প্রতিজ্ঞ জয়ের ধারা ২০১৬-তেও বজায় রাখবার জন্য!’, বলেন সাকিব।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
গত নভেম্বরে এই জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেননি মাশরাফি-সাকিবরা। ১-১-এ সমতা ছিল সেই সিরিজে। তাই অতিথি জিম্বাবুয়েকে কিছুটা সমীহ করছে বাংলাদেশ।
জিম্বাবুয়েকে কঠিন প্রতিপক্ষ মানলেও জয় দিয়েই সিরিজ শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ‘টি-টোয়েন্টিতে কোনো দলকেই ছোট করে দেখা ঠিক হবে না। তা ছাড়া জিম্বাবুয়ে দলটি যথেষ্টই ভারসাম্যপূর্ণ। তাই এই দলের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না। তার পরও ঘরের মাঠে জয় দিয়েই সিরিজ শুরু করতে চাই আমরা।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন