জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশকে খেলায় ফিরে এনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় স্পেলে এসে দুই ওভার বল করে তুলে নেন ৩ উইকেট। এখন খেলার যে অবস্থা রয়েছে তাতে ম্যাচে অবশ্যই ফলাফল আসবে। ড্র হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
সাকিবের শেষ বেলার চমকে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৫২ থেকে ৭ উইকেটে ২৬০ রান। এখনও ২৯ রানে এগিয়ে রয়েছে টাইগাররা।
তৃতীয় দিনের শুরুতেই যদি নিউজিল্যান্ডকে অলআউট করে কিছু লিড নিতে পারে বাংলাদেশ তাহলে এই টেস্টে ভালো কিছু করার সম্ভাবনা উঁকি দিচ্ছে টাইগারদের সামনে।
তবে বোলারদের পর দায়িত্বটা হবে ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে টাইগার ব্যাটসম্যানরা যদি বড় স্কোর দাঁড় করাতে পারে তাহলে জয়ের দেখা পেলেও পেতে পারে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বললেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ।
তাসকিন বলেন, আমরা বিশ্বাস করি নিউজিল্যান্ডের মাটিতে আমাদের টেস্ট জেতার সামর্থ্য আছে। আমরা যদি সবটুকু উজার করে চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব।
ম্যাচের ফলাফল কী হতে পারে এমন প্রশ্নে তাসকিনের জবাব, আমরা এখনও কিউইদের চেয়ে এগিয়ে আছি। যত তাড়াতাড়ি সম্ভব নিউজিল্যান্ডের ইনিংসের লেজ মুড়িয়ে দিতে পারলে একটা পর্যায়ে যেতে পারবো। তারপরের কাজটা হবে ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানরা ভালো করতে পারলে এই টেস্টে জেতার সামর্থ্য রাখি আমরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন