সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জয় দিয়েই শুরু করতে চান মুশফিক

আজ শনিবার দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে বরিশাল বুলস। আর নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চান মুশফিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) চতুর্থ আসরে দল বদল করেছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তৃতীয় আসরে তিনি খেলেছিলেন সিলেট সুপারস্টারসের হয়ে। এবার বরিশাল বুলসের অধিনায়কত্ব করবেন তিনি। আর আসরের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চান মুশফিক।

স্থানীয় তরুণ ক্রিকেটারদের নিয়েই মূলত দল গড়েছে বরিশাল। তবে তাদের পেস আক্রমণ দুর্দান্ত। আল আমিন হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, থিসারা পেরেরা, কার্লোস ব্রার্থওয়েট, রায়ান এমরিতের মতো পেসার কিংবা পেস বোলিং অলরাউন্ডার আছেন দলটিতে। সে তুলনায় স্পিনে একটু ঘাটতি আছে দলে। শুধু তাইজুল ইসলাম, দিলশান মুনাবিরা ও মোহাম্মদ নওয়াজই আছেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। ব্যাটিংয়ে অধিনায়ক মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফীস, শামসুর রহমান ও জশুয়া কোবই ভরসা। এই খেলোয়াড়দের সঠিকভাবে ব্যবহার করতে পারলে বরিশাল ফেভারিটদের মধ্যেই থাকবে।

মুশফিক অবশ্য তার তরুণদের ওপর বাজি রাখলেন, “সত্যি বলতে কি আমাদের দলটা হয়তো কাগজে কলমে অত শক্তিশালী না। এমন কোনও সুপার স্টারও নাই। কিন্তু কার্যকরী কিছু খেলোয়াড় আছে যারা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক ভাইটাল হয়ে উঠতে পারে। আল-আমিন কিন্তু জাতীয় দল এবং টি-টোয়েন্টিতে অন্যতম সফল বোলার। রনি গত বছর সর্বাধিক উইকেট শিকারি ছিল। রাব্বি ভালো তরুণ পেসার। আরও কিছু ব্যাটসম্যান আছে, স্পিনার আছে, তাইজুল আছে, মনির ভাই আছে। আমার দল নিয়ে অনেক খুশি। যোগ্যতা অনুযায়ী খেরতে পারলে আমরা ভাল করতে পারব, ফলাফল আমাদের পক্ষে আসবে।”

মুশফিক আরও বলেন, “বোলারদের যেমন অনেক ভেরিয়েশন থাকে, ব্যাটসম্যানদের তেমন কিছু থাকা দরকার। না হলে টি-টোয়েন্টিতে সাফল্য পাওয়া অনেক কঠিন। অধিকাংশ খেলোয়াড়রাতো আর ওই রকম পাওয়ার হিটার হয় না ক্রিস গেইলের মতো। তাই আপনার শক্তিমত্তা অনুযায়ী কিছু রাখতে হবে। সেটার একটা অনুশীলন শুরু। কালকে আমাদের প্রথম ম্যাচ, আমরা ফোকাস রাখছি যেন জয় দিয়ে শুরু করা যায়।

তিনি আরও যোগ করেন, টি-টোয়েন্টিতে প্রতিটা বলই গুরুত্বপূর্ণ, আর আমরা সেভাবেই লক্ষ্য রাখার চেষ্টা করছি। এটা খুব সংক্ষিপ্ত সংস্করণ কিন্তু হাই ইনটেন্সড গেম। আমরা সেভাবেই চেষ্টা করছি যেন শারীরিকভাবে সবাই ফিট থাকে এবং মানসিকভাবে শক্ত থাকে। তো এই দুটো মিলিয়ে চেষ্টা করছি সঠিক কম্বিনেশন খুজে নেয়ার।”

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি