জয় দিয়ে বছর শুরু টাইগারদের
জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১৬৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টাইগাররা। সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন।
ইনিংসের চতুর্থ ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার। ব্যক্তিগত ৭ রান করেছেন তিনি। আর সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারের বল তুলে মারতে গিয়ে সিবান্দার হাতে ক্যাচে পরিণত হন তামিম ইকবাল (২৯)।
দশম ওভারে বোল্ড হয়ে যান শুভাগত হোম (৬)। ১৫তম ওভারে ক্রেমারের বল তুলে মারতে গিয়ে ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়েন সাব্বির রহমান। ফেরার আগে ৩৬ বল খেলে ৪৬ রান করেন তিনি।
১৬তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজার বল বাতাসে ভাসিয়ে খেলেন মুশফিকুর রহিম। সেটি গিয়ে পড়ে সিকান্দার রাজার হাতে। ফেরার আগে তিনি করেন ২৬ রান। ১৭তম ওভারে ক্লিন বোল্ড হয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ (৭)।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে ভুসি সিবান্দা ও হ্যামিলটন মাসাকাদজা ওপেনিং জুটিতে ১০১ রান করেন।
সিবান্দা ৪৬ রান আউট হলেও হ্যমিলটন মাসাকাদজা ৫৩ বল খেলে ৭৯ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২টি, আল-আমিন হোসেন ২টি ও সাকিব আল হাসান ১টি করে উইকেট নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন