জয় পেয়েও যেকারণে খুশি নন মাশরাফি
জিম্বাবুয়ে বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েও পুরোপুরি খুশি নন বাংলাদেশ ক্রিকেটের দুই ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সফরকারীদের বিপক্ষে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়তে হয়েছিল। সেখান থেকে মাহমুদউল্লা ও লিটন দাস দলকে টেনে নিয়ে গেলেন।ঠিকঠাক পার্টনারশিপ হয়নি। আর এই চাপে পড়াটাই পছন্দ হয়নি মাশরাফির! খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছিলেন। সেখানে মাশরাফি বলেছেন, এই জয়ে আমি খুশি। আমরা পার্টনারশিপ পেয়েছি। কিন্তু ধরে রাখতে পারিনি। একটা সময়ে আমরা চাপে পড়ে গিয়েছিলাম। রিয়াদ (মাহমুদ উল্লা) ও লিটন সেখান থেকে দলকে বের করে এনেছে। তবে যা হয়েছে সে জন্য আমি পুরোপুরি খুশি নই। যদিও সবকিছুর পর জয়ই বড় কথা। আমরা জিতেছি। ম্যালকম ওয়ালার জিম্বাবুয়ের বিপদের সময় দারুণ ঝড়ো এক ইনিংস খেলেছেন। ৩১ বলে ৬৮ রান করে হেরে যাওয়া দলে থেকেও হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচের শেষে তার প্রশংসা করলেন মাশরাফি। তবে প্রশংসা করলেন নিজের বোলারদেরও। ওয়ালার খুব ভালো খেলেছে। কিন্তু আমাদের যখন তার উইকেট দরকার ছিল তখন তা পেয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন