ঝক্কি শেষে দেশে ফিরছেন শাহানুর

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের চিত্রনায়িকা শাহানুর। গত শুক্রবার রাতে যাত্রাবিরতিকালে হঠাৎ অসুস্থ বোধ করেন শাহানুর। এ সময় চিকিৎসা নেওয়ার জন্য তিনি বিমানবন্দরের হাসপাতালে যান। তখন তাঁকে ফেলেই বহনকারী ইত্তেহাদ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকা চলে আসে। তবে আজ রোববার দেশে ফিরছেন শাহানুর।
নায়িকা শাহানুরের পারিবারিক বন্ধু সায়েম রুমি বলেন, ‘আমরা পারিবারিকভাবে সারাক্ষণই তাঁর সঙ্গে যোগাযোগ রাখছি। চিকিৎসা শেষে আমিরাতের আবুধাবি এয়ারপোর্টের পাশে একটি হোটেলে তিনি উঠেছেন। আজ রাতে শাহানুরের দেশে ফেরার কথা রয়েছে।’
কী হয়েছিল—জানতে চাইলে সায়েম বলেন, ‘দেশে ফেরার পথে আবুধাবি এয়ারপোর্টে পৌঁছালে শাহানুরের প্রেশারটা একটু বেড়ে যায়। এয়ারপোর্ট হাসপাতালে সে প্রেশার মাপিয়ে এসে দেখে, তাঁকে রেখে বিমান চলে এসেছে। বিষয়টি নিয়ে ইত্তেহাদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাই সেখানে থাকার ব্যবস্থা করে এবং আজ রোববার বিকেলের একটি ফ্লাইটে সিট ঠিক করে দেয়। এখন পর্যন্ত শাহানুর ভালো আছেন। কোনো সমস্যা না হলে আজ রাতেই তিনি দেশে ফিরবেন।’
গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের কুইন্স কলেজে অনুষ্ঠিত হয় ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৫’। সেই অনুষ্ঠানে অংশ নিতে তিনি গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যান। তিনি ছাড়া বাংলা চলচ্চিত্রের অভিনেতা নিরব, বাপ্পি, মারুফ, হুমায়রা হিমু, অমিত হাসান, ইলিয়াস কাঞ্চনসহ একঝাঁক তারকা অংশ নেন। অনুষ্ঠান শেষ তারকারা ফিরতে শুরু করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন