ঝগড়াটে স্বভাবের আইরিন, মাটির মানুষ রিয়াজ

রিয়াজ এবং আইরিন দু’জনে স্বামী-স্ত্রী! তাদের সুখের সংসার। বলা যায় পরস্পরে ভালোবাসায় মাখামাখি। আইরিন কিছুটা ঝগড়াটে স্বভাবের হলেও রিয়াজ একেবারেই মাটির মানুষ। এভাবেই হাসি-সুখে-বেদনায় কাটছিল তাদের দিন।
হঠাৎ করেই নানা সাংসারিক কারণে আইরিন তার স্বামী রিয়াজের উপর ভুল বুঝতে শুরু করেন। দিনের পর দিন তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আইরিন রেগে স্বামী-সংসার ফেলে বাপের বাড়ি চলে যান। একটা সময় সেই ভুল বোঝাবুঝিটা ভাঙন অবধি গড়ায়। কিন্তু গল্পের শেষটা অন্যরকম। যা ছুঁয়ে যাবে মনকে।
এমন গল্পে নির্মিত নাটক ‘কট বিহাইন্ড’। সালাম পাঠান রাসেলের চিত্রনাট্যে পারিবারিক গল্পের নাটকটি পরিচালনা করছেন তপু খান। নাটকে রিয়াজ-আইরিন ছাড়া আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মিরাক্কেল-৯ এর দ্বিতীয় রানারআপ পাভেল রহমান, আজিজুর রহমান আজাদ, লুভাইনা ইসলাম প্রমুখ।
রিয়াজ বলেন, নতুনদের মধ্যে আইরিনকে বেশ মেধাবী মনে হয়েছে। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শক আমাদের জুটি ও এই নাটকটি দেখে সন্তুষ্ট হবেন।
নির্মাতা তপু খান জানালেন, গেল ২৭ এবং ২৮ তারিখ বনানী-উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি প্রচারের তারিখ চূড়ান্ত না হলেও আগামীতে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন