তারেক রহমানের সাজার বিরুদ্ধে প্রতিবাদ
ঝালকাঠিতে শ্রমিক দলের মিছিল পুলিশের বাধায় পণ্ড
ঝালকাঠিতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’য় সাজা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার সকাল ১১টায় মিছিলটি বের করার চেষ্টা করে শ্রমিক দল।
শ্রমিক দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টায় শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিক দল। এ সময় পুলিশ চারদিক থেকে বেরিকেট দিয়ে মিছিলটি আটকে দেয়। শ্রমিক দলের নেতৃবৃন্দ এর প্রতিবাদ করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া করলে শ্রমিকদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে আশ্রয় নেন। পরে দলীয় কার্যালয়ের মধ্যেই সমাবেশ করে শ্রমিকদল।
জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর থানা যুবদল সভাপতি কামাল হোসেন মল্লিক, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান, কৃষক দলনেতা হাবিব মুন্সি, নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা তাকের রহমানের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান বক্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন
গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..
ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন