ঝালমুড়ি খেলেই হতে পারে মৃত্যু! একি বলেছেন চিকিৎসকরা?
 
            
			কলেজ পড়ুয়া থেকে অফিসের খোঁস গল্প সবের সাথি ঝালমুড়ি। কিন্তু আপনি কি জানেন? এই ঝালমুড়ি আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে মৃত্যু দিকে!
মুড়ি স্বাস্থ্যের জন্য ভাল। একথা আমরা সবাই জানি। কিন্তু এবার সেই মুড়িতেই ‘ভূত’, বলেছেন চিকিৎসকরা। তবে দোষটা ঝালমুড়ি নয়, গোটা শয়তানিটাই করছে, ঝালমুড়ি ঠোঙা! খোলসা করে বলি ব্যাপারটা। আসলে আমরা যখন ঝালমুড়ি খাই তখন তা দেওয়া হয় খবরের কাগজে। আপনাদের জানিয়েরাখি, খবরের কাগজে থাকে একধরণের কেমিক্যাল। আর সেই কেমিক্যাল খাবারের কাগজের সঙ্গে মিশে, একধরণের বিষে রূপান্তরিত হয়। যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। যা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। তাই শুধু ঝালমুড়ি নয়, খবরের কাগজে মোড়া খাবার থেকে নিজেকে দূরে রাখুন:
দেখে নিন কী কী হতে পারে, খবরের কাগজে মোড়া খাবার খেলে:
ডাক্তারা জানাচ্ছেন, এই কেমিক্যালের থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে অনেকবেশি বেড়ে যায়।
তবে শুধু ক্যানসার নয়, ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফুসফুস ও কিডনিও।
এছাড়া খবরের কাগজের কালিতে ক্ষতি হয় আপনার লিভারেরও। লোপ পায় হজম শক্তিও। এমনকী, অনেক সময় হরমোন নিঃসরণেও সমস্যা সৃষ্টি করে খবরের কাগজের এই কালি থেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
 
	মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
 
	রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
 
	জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন













