শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ঝাড়ু হাতে রাজধানীর রাস্তা পরিস্কারে যখন মাশরাফি বিন মর্তুজা !

রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ সিটি করপোরেশন। সেই লক্ষ্য পুরনে এবং অন্যদের উৎসাহী করতে করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পোশাক পরে শাখারীবাজার এলাকায় রাস্তা ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন বছরের সূচনা করেন পরিকল্পনামন্ত্রী, দক্ষিণ সিটি মেয়র ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ।

রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে ডিএসসিসি আয়োজিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উদ্বোধন শেষে তিনি পরিচ্ছন্নতার এ কাজে অংশ নেন।

আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ আর এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

মাশরাফি জানালেন, নগরবাসীর সদিচ্ছা থাকলে অল্প সময়ের মধ্যেই ঢাকাকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে নগরবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক পরিচ্ছন্ন ঢাকা গড়তে নিজের স্বপ্নের কথা তুলে ধরে, এ কার্যক্রমকে সফল করতে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

মাশরাফিকে পেয়ে উপস্থিত সবাই তার নাম ধরে স্লোগান দিতে থাকে। কেউ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই ছবি-সেলফি তোলার জন্য ব্যাকুল হয়ে পড়েন। উপস্থিত দর্শকদের অনেকেই রাস্তা পরিষ্কারে নেমে পড়েন। তার সঙ্গে মন্ত্রী মোস্তফা কামাল, মেয়র সাঈদক খোনসহ করপোরেশনের সব কর্মকর্তা এবং দর্শকদের অনেকেই পরিচ্ছন্ন কর্মীদের পোশাক পরে রাস্তায় নেমে পড়েন।

এর আগে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক বলেন, ‘আমাদের স্লোগান ‘ঢাকা ক্লিন- টু থাউজেন্ট সিক্সটিন’। আমরা চাইলে সব পারি। জাতি হিসেবে আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমাদের নগরীকে আমরাই সাজাতে হবে।’

তিনি বলেন, ‘আমি যখন কুমিল্লা ভিকটোরিয়ায় খেলি। তখন আমার কাছে এ প্রস্তাবটি এসেছে। আজ এখানে আমার দলের অনেক ক্রিকেটার আসার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই আসতে পারেনি। এটা আমাদের কাজ। আমরাই পারি আমাদের এ নগরিকে পরিষ্কার রাখতে।’

ব্যতিক্রমি এই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দক্ষিণ সিটির এ কার্যক্রম সফল করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, রাজধানী ঢাকায় আগামী দেড় থেকে দুই বছর পর কোনো প্রকার ময়লা-আবর্জনা খুঁজে পাওয়া যাবে না । আমাদের আর মাত্র এক-দেড়-দুই বছর সময় লাগবে। দুই বছরের মধ্যে খোঁজলেও আপনারা আর ময়লা-আবর্জনা পাবেন না। এ জন্য আমাদের যা কিছু করা দরকার তাই করবো।’ মন্ত্রী বলেন, ‘আমার কাজ রাস্তা বড় করা, করবো। রাস্তা মেরামত করা। আগামীতে কোনো ভাঙা রাস্তা পাবেন না। এর জন্য যা কিছু করা দরকার তাই করবো। আপনারা এগিয়ে আসেন। সবই ঠিক হয়ে যাবে।’ তিনি আরো বলেন, ‘পুরান ঢাকা আমাদের ঠিকানা। এটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে আমাদের ঠিকানা খুঁজে পাওয়া যাবে। আমরা এ ঢাকাকে কেন স্বপ্নের মাধুরী মিশিয়ে মনের মতো করতে পারবো না? প্রত্যেক ধর্মেই বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ পুরান ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় জেলখানা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খুব দ্রুতই এ জেলাখানাটি স্থানান্তর করা হবে। এ জেলাখানা হবে যাদুঘর। এখানে থাকবে বিনোদন কেন্দ্র, বাগানবাড়ি। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রকল্প পাঠানো হয়েছে। কয়েক মাসের মধ্যেই তা পাস করা হবে।’

অন্যদিকে, র‌্যালিপূর্ব সমাবেশে সাঈদ খোকন বলেন, আপনার জানেন ২০১৬ সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম; একটি পরিছন্ন নগরী উপহার দেবো। সেই লক্ষ্যে আমরা জোর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। তবে বিগত সাত মাসে আমার অভিজ্ঞতা হয়েছে, একজন মেয়র আর তার কিছু কর্মকর্তা-কর্মচারি দিয়ে নগরী পরিস্কার রাখা সম্ভব না। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সব বিবেকবান মানুষকে পরিচ্ছন্নতা কর্মসূচিতে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার আগে ময়লা ফেলবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের