ঝাড়ু হাতে রাস্তায় ডিএসসিসি মেয়র ও র্যাব ডিজি

ক্লিনার বেশে ঝাড়ু, কোদাল ও বেলচা হাতে রাস্তায় আবর্জনা পরিষ্কার করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. সাঈদ খোকন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
প্রতীকী এই পরিচ্ছন্নতা কর্মসূচি থেকে তারা নগরবাসীকে নিজ নিজ উদ্যোগ পরিচ্ছন্ন ঢাকা গঠনের কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান।
রোববার সকাল ১১টায় পুরান ঢাকার টিকাটুলির র্যাব কার্যালয়ে জনসচেতনতামূলক এই পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন র্যাব মহাপরিচালক।
এসময় র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডিএসসিসির কাউন্সিলর এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমরা ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছি। সরকারি সংস্থা হিসেবে র্যাবই প্রথম আমাদের এই কাজে সাড়া দিল।’
সরকারের অন্যান্য সংস্থার পাশাপাশি এ পরিচ্ছন্নতা কর্মসূচির বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, ‘আমরাও চাই ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। এজন্য র্যাব সদস্যরা সক্রিয় থাকবে।’
কর্মসূচি উপলক্ষে ডিএসসিসি ও র্যাবের উদ্যোগে রাজধানী মার্কেট এবং এর আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলে। টিকাটুলি ও আশেপাশের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররাও এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন