ঝিনাইদহের গান্না, কুমড়াবাড়িয়া ও সাধুহাটি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতারন অনুষ্ঠিত !
ঝিনাইদহ প্রতিনিধিঃ বৃহস্পতি বার ৮/৯/২০১৬ তারিখে ঝিনাইদহ সদর উপজেলার গান্না, কুমড়াবাড়িয়া ও সাধুহাটি ইউনিয়নে ৬২১৭ জন দুঃস্থ নারী পুরুষের মাঝে ভিজিএফ চাউল বিতারন করা হয়। সকাল ৯ টা থেকে সারা দিন ব্যাপী গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন মালিথা ২৫৩১ জন দরিদ্র নারী পুরুষের মধ্যে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতারন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এবং গান্না ইউ পি সদস্য সাহাবুদ্দিন সাবু, একরামুল হোসেন এলাহি, আব্দুর রহমান, আব্দুর রশিদ,জয়নাল, নার্গিস বেগম ও ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিগন। এদিকে গত বুধ বার থেকে শুরু হয়েছে কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে ভিজি এফ চাউল বিতারন।
এই ইউনিয়নের চেয়ারম্যান আশারাফুল আলম ২ দিন ব্যাপী ১৭৫৬ জনের মাঝে ১০ কেজি করে চাউল বিতারন করেন। এ সময়ে তাঁর সাথে ছিলেন ইউ পি সদস্য বাবলু মিয়া, আনোয়ার হোসেন, জামাল হোসেন, ববিতা খাতুন সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এছাড়া সাধুহাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নাজিম উদ্দিন তাঁর ইউনিয়নের ১৯৩০ জন নারী পুরুষয়ের মধ্যে ১০ কেজি করে চাউল বিতারন করেন।
এ সময়ে তাঁর সাথে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মিজানুর রহমান, ইউনিয়ন সচিব বিশ্বজিৎ কুমার বিশ্ব, ইউ পি সদস্য রুহুল আমিন, বাবলুর রহমান,লিটন হোসেন, এনামুল হক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিউদ্দিন বিশ্বাস, আব্দুল মান্নান, শুকুর আলী প্রমুখ।
চাউল বিতারন কালে দুঃস্থ নরনারী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে চাউলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন