ঝিনাইদহে এসপ্রেশান নিউমোনিয়া রোগে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহে ঠান্ডজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রতন নামের ৯ মাসের এক শিশু এসপ্রেশান নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এছাড়া একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত কয়েক দিনের ব্যবধানে ৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এসব শিশুরা নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ভুগছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, গত শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোলা বাগডাঙ্গা গ্রামের শিমুল মন্ডলের ৯ মাসের যমজ দুই ছেলে রতন ও মানিকসহ ৯ জন শিশুকে ঠান্ডাজনিত রোগে সেখানে ভর্তি করা হয়।
সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রতন এসপ্রেশান নিউমোনিয়া রোগে মারা যায়। আর অসুস্থ্য মানিকসহ অন্যান্য শিশুরা কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের ডাক্তার অরুন কুমার দাস জানান, শিমুল মন্ডলের যমজ দুই ছেলে মধ্যে রতন এসপ্রেশান নিউমোনিয়া রোগে ভুগছিলো। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়। যমজ অপর ভাই মানিক কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন