ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ‘অপহরণকারী’ গুলিবিদ্ধ
ঝিনাইদহ জেলার শৈলকুপায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে আশরাফ হোসেন (২৬) নামে এক ‘অপহরণকারী’ গুলিবিদ্ধ হয়েছেন।
উপজেলার হরিহরা এলকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন জানান, ১০ ফেব্রুয়ারি মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে আসাদুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে অপহরণ করে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আশরাফ হোসেনসহ তার দলের লোকেরা। এ ঘটনায় তার মা কল্পনা বেগম বাদী হয়ে মামলা করেন। এর ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশরাফসহ তার দলের লোকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে আশরাফের বাম পায়ে গুলি লাগে।
আশরাফকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অপহৃত আরিফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন