ঝিনাইদহ ক্যাডেট কলেজে শতভাগ পাশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এ কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বুধবার দুপুরে এসএসসির ফলাফল ঘোষনা করা হয়।
এ প্লাস পেয়ে উত্তীর্ণ ক্যাডেটরা হচ্ছে এখলাস, সিজান, মুহতাদি, জাহিদ, সাজিম, আনজুম, রাইন, ইশরাক, তাহমিদ, আবির, তারিক, সাকিব, কায়েস, রাব্বি, ইশমাম, জামী, ফারদিন, তানজীম, শামীম, মানসিফ, অরিত্র, শাহরিয়ার, যুহায়ের, মুরসালিন, নাদিম, জামান, সাজিদ, জুবায়ের, তামিম, হায়দার, জাভেদ, রিয়াদ, আহমেদ, ইশতিয়াক, দাইয়ান, জিসান, আসমার, ওয়ালি, ফয়সাল, মাহমুদ, আশিব, তৌফিক, সোহান, আহনাফ, সাদিক, মেহরাব, নোমান, মাহফুজ, রাফিন, মুহতাসিম, তামজীদ ও মহিবুল্লাহ। ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো: সাদিকুল বারী জানান, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ফলাফলের দিক থেকে যশোর বোর্ডর মধ্যে এবারো শীর্ষে অবস্থান করছে।
তিনি বলেন, ক্যাডেটদের এ সাফল্যের পিছনে শিক্ষকদের নিবীড় তত্বাবধান, সময় মত সিলেবাস সম্পন্ন করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনাসহ ক্যাডেট, ফ্যাকাল্টি মেম্বর ও অবিভাবকদের প্রচেষ্টায় আমারা এ সাফল্য পেয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন