ঝড়ের আভাস দিয়ে সৌম্যর বিদায়

যে মুহূর্তটির জন্য অপেক্ষায় সকল ক্রিকেটপ্রেমীরা সেই মুহূর্তটির আশা জাগিয়েও হঠাৎ ছন্দপতন ঘটালেন সৌম্য সরকার। ৩৪ রানের উদ্বোধনী জুটি গড়ার পর বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন ফর্মহীনতা থেকে ফেরার লড়াইয়ে থাকা এই তরুণ ক্রিকেটার। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রবিবারের দ্বিতীয় খেলায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ধীরগতিতে উইকেটে সেট হওয়ার চেষ্টা করে রংপুরের দুই ওপেনার। এরপরই হাত খুলতে থাকেন সৌম্য। ২১ বলে ২ চার এবং ১ ছক্কায় তিনি করেন ২৬ রান। এরপর শুভাশীষ রায়ের বলে টাইমিং মিস করে মোহাম্মদ নবির হাতে সহজ ক্যাচ দিলে তার সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু ঘটে। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ শেহজাদ এবং মোহাম্মদ মিথুন। ১১ বলে ১২ রান করে স্পিডস্টার তাসকিনের বলে বোল্ড হয়ে যান মিথুন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের রান ৯.২ ওভারে ২ উইকেটে ৬১। ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল নাইন এবং সনি ইএসপিএন এ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন