ঝড়ের বিপক্ষে লড়ার প্রত্যয় মাশরাফিদের
শনিবার দুপুরেই দুঃসংবাদটা পেয়েছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনের কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালিন সময়ে এমন খবর বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কাই বটে। তবে এমন ঝড়-ঝাপটা সামলে লড়ে যেতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ দল।
দুই ক্রিকেটের নিষিদ্ধ হওয়ার পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘গত প্রায় দেড় বছর ধরেই আমাদের ক্রিকেট দল দারুণ খেলছে। সে ধারাবাহিকতায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের দল ভালো খেলবে বলে আমাদের বিশ্বাস। তবে যত ঝড়ঝপাটা আসুকনা কেন, এগুলো সামলে সামনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী আমাদের ক্রিকেটাররা।’
তাসকিন-সানি দুজনেই ভালো ক্রিকেটার হলেও তাদের অভাব খুব বেশি অনুভব করবে না বলেও মনে করেন সুজন, ‘তারা দুজনেই ভালো ক্রিকেটার এটা ঠিক, কিন্তু তাদের অভাব খুব বেশি অনুভব করবে না বলে আমার বিশ্বাস। কারণ তাদের জায়গার খেলার মতো যোগ্য ক্রিকেটার আমাদের আছে।’
তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এমন দুঃসংবাদ পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এ ব্যাপারে বাংলাদেশ ম্যানেজার বলেন, ‘ আসলে এমন অভিযোগ যে কারো বিপক্ষেই উঠতে পারে। তবে আমরা মোটেও ভাবিনি দুই ক্রিকেটার নিষিদ্ধ হবে। বিশেষ করে তাসকিনের নিষিদ্ধ হওয়াটা আমাদের কাছে অবাক করারই মতো।’
খবরটা শুনে দুই ক্রিকেটারই কিছুটা বিমর্ষ। তাদের সম্পর্কে সুজন জানান, ‘এমন খবর শুনে স্বাভাবিক কারণে খারাপ লাগারই কথা তাদের। তবে তাদের পাশে আমরা আছি। তাদের সাহস যোগানোর চেষ্টা করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন