টঙ্গীতে জঙ্গিবিরোধী অভিযানে আটক তিন
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে মাদ্রাসার এক ছাত্রসহ তিন জনকে আটক করা হয়েছে। এরা হল, তাওহিদুল ইসলাম রাফি (১৮), আব্দুল্লাহ (৩০), আনিসুর রহমান (৪২)। এদের মধ্যে তাওহিদুল ইসলাম রাফি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ। পুলিশ জানায়, দেশের বিভিন্ন এলাকাতেই জঙ্গিবিরোধী অভিযান জোরদার হয়েছে। এর অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে টঙ্গীতে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা মুফতি আবদুল হান্নানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়। তাকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা হামলার পর আটক হন একজন। পরে তার কাছ থেকে তথ্য পেয়ে নরসিংদীর একটি কওমি মাদ্রাসা থেকে আটক হন আরও একজন। পাবনা ও রাজশাহী থেকে আরও তিন জনকে ধরে পুলিশ। এই তিন জন ওই ঘটনায় সম্পৃক্ত কি না-সে বিষয়ে অবশ্য পুলিশ এখনও কিছু জানায়নি।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ‘আটক প্রত্যেকেই জঙ্গিবাদে সম্পৃক্ত। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না।’
টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান জানান, সারাদেশে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে গাজীপুরা বাসস্ট্যাান্ড সংলগ্ন ইমাম আবু হানিফা (রাঃ) ছাত্রবাস, মদিনা ছাত্রাবাস ও বালাদিন ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এসময় ইমাম আবু হানিফা ছাত্রাবাস থেকে তামিরুল মিল্লাত মাদ্রাসার এক ছাত্রকে আটক করা হয়। সে ইসলামিক ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে। এছাড়াও জঙ্গি সন্দেহে আরো দুইজনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন