শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘টপঅর্ডারে ব্যাটিং খুব উপভোগ করছি’

তাকে বলা হয় মি. ফিনিশার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলে এই খেতাব জিতেছেন নাসির হোসেন। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে নাসিরকে ফিনিশার হিসেবে ব্যবহার করছে না ঢাকা ডায়নামাইটস। প্রথম দুই ম্যাচের পরই জায়গা বদলে টপ অর্ডারে উঠিয়ে আনা হয় নাসিরকে।

নতুন জায়গায় সমস্যা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের। তিন নম্বর জায়গা পেয়ে আগের তুলনায় অনেক বেশি সাবলিল ব্যাটিং করতে দেখা গেছে তাকে। টপ অর্ডারে সুযোগ পাওয়ার প্রথম দুই ম্যাচে করেছেন ৩৮ ও ৪৩ রান। ঢাকার হয়ে সর্বশেষ ম্যাচে চার নম্বরে ব্যাটিং করে খেলেছেন ৩৪ রানের ইনিংস। সব মিলিয়ে টপ অর্ডারে ব্যাটিংটা ভালোই উপভোগ করছেন নাসির।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার অ্যাকাডেমি মাঠে অনুশীলন করেছে ঢাকা ডায়নামাইটস। অনুশীলনের ফাঁকে নাসির নিজের ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, ‘এটা আসলে ম্যাচ হিসেবে পরিবর্তন হয়। টেস্টে একরকম, ওয়ানডেতে অন্যরকম এবং টি-টোয়েন্টিতে আরেকরকম। বিপিএলে আমার ভালো লাগছে তিন-চারে ব্যাটিং করতে। টপঅর্ডারে ব্যাটিং খুব উপভোগ করছি।’

নয় ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস। এমন পারফরম্যান্সের কারণে দলের সবাই ফুরফুরে মেজাজে আছে বলে জানালেন নাসির। তিনি বলেন ‘মুড অবশ্যই ভালো। যেহেতু আমরা এক নম্বরে আছি। এখনও নিশ্চিত না আমরা কোয়ালিফাইং করছি কি না। কারণ আরও তিনটা ম্যাচ যেহেতু আছে। তিনটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি তিনটা ম্যাচে আমরা তিনটাই জিতে এক-দুইয়ে থাকব।’

বিদেশি তারকা ক্রিকেটার ভেড়ানোয় ঢাকাই সবার চেয়ে এগিয়ে। সাকিব আল হাসানের দলে আছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, রবি বোপারা, এভিন লুইস, সেগুকে প্রসন্নরা। আবার যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল। একাদশে গড়তে সমস্যা হয় কি না? এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘একাদশ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আমার কাজ হচ্ছে খেলোয়াড় হিসেবে খেলা। টিম ম্যানেজম্যান্ট যেটা ভালো মনে করবে সেটাই করবে।’

এদিকে বল হাতে দারুণ ছন্দে ছিলেন ঢাকার পেসার মোহাম্মদ শহীদ। কিন্তু ইনজুরি তাকে বিপিএল থেকে ছিটকে দিয়েছে। আন্দ্রে রাসেল আসায় ঘাটতিটা একটু হলেও পূরণ হবে কি না? ডানহাতি অলরাউন্ডার জানান, ‘শহীদ ভালো একটা ফর্মে ছিল। ইনজুরির কারণে ও খেলতে পারছে না। এদিক দিয়ে রাসেল এসেছে। আমার মনে হয় না পুরোপুরি পূরণ হবে ঘাটতিটা। তারপরও মোটামুটি ভালোই হবে। খেলার মতো ফিট আছে রাসেল।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি