টসে জিতে ব্যাটিংয়ে খুলনা টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আজ শনিবারের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ খুলনার মুখোমুখি সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
৫ ম্যাচের ৪টি জিতে নিয়ে ইতিমধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সাকিবের ঢাকা। তাদের পয়েন্ট ৮। অন্যদিকে ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে খুলনা। রানরেটের পার্থক্যের কারণে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান পয়েন্ট তালিকার ৪ নম্বরে। সাকিবের দলে যেমন আছেন মেহেদী মারুফ, নাসির হোসেন, সাঙ্গাকারা, সানজামুল, ব্র্যাভোরা; তেমনি রিয়াদের দলে আছেন শফিউল আর মোশাররফ রুবেলের মতো অভিজ্ঞ বোলার।
২য় ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হওয়ার ম্যাচ বাদ দিলে বাকি তিন লো-স্কোরিং ম্যাচে বোলারদের কল্যাণে জয় পেয়েছে খুলনা। সেটা আবার রিয়াদের জাদুতে। এ ছাড়াও দলটিতে রয়েছে কেভিন কুপার, শুভাগত আর অলক কাপালির মতো অভিজ্ঞ অল-রাউন্ডার। গত দুই ম্যাচেই শেষ ওভারে বোলিং জাদু দেখিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। আজ কি আবারও দেখা যাবে শেষ ওভারের ম্যাজিক?
দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে গতকালের দুই পরাজিত দল রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খেলা দুটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন