টসে হেরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফির ২য় সেমি ফাইনালে টসে হেরে ভারতের বিরুদ্ধে ব্যাট করবে বাংলাদেশ।
বৃহস্পতিবার বার্মিংহামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আজকের খেলায় দুই দলই তাদের আগের একাদশ অপরিবর্তিত রেখেছে।
গ্রুপ ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে ও অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় মোট ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে।
অন্যদিকে ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে ওঠে।
আজকের ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে পরিত্যক্ত হলে ভারতের পয়েন্ট বেশি থাকার কারণে তারা ফাইনালে চলে যাবে।
তাই টাইগার সমর্থকদের কামনা বৃষ্টির কারণে যেনো ম্যাচটি পরিত্যক্ত না হয়।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন