টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
মিসবাহ-উল-হক ও ইউনিস খানের শেষের শুরু হলো। তাদের বিদায়ী সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে আজ শুক্রবার। কিংস্টনের সাবিনা পার্কে। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
দুই কিংবদন্তিকে জয় উপহার দিতে চায় পাকিস্তান। আজহার আলি, সরফরাজ আহমেদ, মোহাম্মদ আমির, বাবর আজমরা প্রস্তুত! পাকিস্তানের জয়ের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক সালাউদ্দিন আহমেদ সাল্লু।বলেন, ‘কিংস্টনে পাকিস্তানের জয়ের ভালো সুযোগ আছে। আমাদের ব্যাটিং ও বোলিং লাইন-আপ অনেক ভালো।’
অপরদিকে মিসবাহ-ইউনিসের বিদায়কে হতাশায় পরিণত করতে চায় উইন্ডিজ। ক্যারিবীয় টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার যেমন হুমকিই দিয়ে রাখলেন পাকিস্তানকে। শারজায় তারা পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান। এবারও তার পুনরাবৃত্তি ঘটানোর প্রত্যাশায় মাঠে নামবেন। মাঠ ছাড়তে চান জয় নিয়েই।
প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে মিসবাহ-উল-হকের টেস্ট অভিষেক হয়েছিল ২০০১ সালে, অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর জাতীয় দলের সাদা জার্সিতে ৭২ টেস্ট ম্যাচ (কিংস্টন টেস্ট বাদে) খেলেছেন। ৪৫.৮৪ গড়ে করেছেন ৪৯৫১ রান। সর্বোচ্চ ১৬১* রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে রয়েছে ১০ সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি।
২০০০ সালের ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষেই রাওয়ালপিন্ডিতে টেস্ট অভিষেক তার। এখনও পর্যন্ত খেলেছেন ১১৫ টেস্ট। ৫৩.০৬ গড়ে ইউনিস খানের রান ৯৯৭৭। সেঞ্চুরি ৩৪টি। হাফ সেঞ্চুরি ৩২টি। সর্বোচ্চ রানের ইনিংস ৩১৩।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন