টস জিতে ফিল্ডিংয়ে বিসিবি একাদশ

আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক ইমরুল কায়েস।
শুধু আফগানদের শক্তির পরীক্ষা নয়, সুযোগ হয়েছে জাতীয় দলের তিন তারকার ওয়ানডেতে নিজেদের ঝালিয়ে নেওয়ার। জাতীয় দলের ১৩ সদস্যের দলে থেকে তিন জন খেলোয়াড় হলেন মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান ও ইমরুল কায়েস। এছাড়া গত নভেম্বরের পর বাংলাদেশ কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। তাই ১০ মাস পর নিজেদের প্রস্তুতি পরখ করার সুযোগ পাচ্ছে তারা।
বিসিবি একাদশ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ আল আমিন জুনিয়র, শুভাষীশ রায় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ ও আলাউদ্দিন বাবু।
আফগানিস্তান দল : আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন