টস জিতে ফিল্ডিং এ জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদন: দ্বীতিয় একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সীন্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
এদিকে, সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। অন্য যেকোন সময় হলে হয়তো ‘উইনিং কম্বিনেশন’ না ভাঙ্গার দিকেই মনযোগী থাকতো বাংলাদেশ। কিন্তু এবার যে চাইলেও সেই পথে হাঁটার সুযোগ নেই!
সিরিজ শুরুর আগেই দাপুটে খেলা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন যিনি, সেই সহঅধিনায়ক সাকিব আল হাসানকেই দ্বিতীয় ওয়ানডেতে পাচ্ছে না বাংলাদেশ। আর সাকিব না থাকা মানে একই সাথে একজন বোলার ও একজন ব্যাটসম্যান কমে যাওয়া।
স্বভাবতই দল সাজানোর অনেক হিসেব-নিকেষই ওলোট-পালোট হয়ে গেছে বাংলাদেশের। তবে বিভিন্ন সূত্রে যা জানা গেছে তাতে প্রথম ওয়ানডের দলটিতে পরিবর্তন হতে পারে একটাই। সাকিবের জায়গায় দলে ঢুকতে পারেন ইমরুল কায়েস। আর সেক্ষেত্রে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন ইমরুলই, ওয়ান ডাউনে নামবেন লিটন দাস।
স্কোয়াডে ঢুকলেও তাই রিজার্ভ বেঞ্চেই থাকতে হচ্ছে আরেক ওপেনার এনামুল হক বিজয়কে, তার সঙ্গী হবেন কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন। তবে আজ জিতে সিরিজ নিশ্চিত হলে তৃতীয় ওয়ানডেতে সুযোগ মিলতে পারে তাদের।
এক নজরে দ্বিতীয় ওয়ানডের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন