টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস, খেলাটি দেখুন সরাসরি (LIVE SD ভিডিও)
https://youtu.be/XYjCIDDRyOs
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা তৃতীয় ম্যাচে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ গড়পড়তার দল গড়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। দারুণ দল গড়ে এখনও জয়ের দেখা পাচ্ছে না তারা। আজ তাদের প্রতিপক্ষ কাগজে-কলমে তারকাবহুল দল সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আর এ ম্যাচের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার অধিনায়ক মাশরাফি। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
উদ্বোধনী ম্যাচে চিটাগাং ভাইকিংসের কাছে হার দিয়ে শুরু, এরপর হেরেছে বরিশাল বুলসের কাছে। সর্বশেষ ম্যাচে ১৪৪ রান তাড়া করে খুলনা টাইটান্সের সঙ্গে হেরে টেবিলের সর্বনিম্নে অবস্থান করছে দলটি। এখন পর্যন্ত কোনো জয়ের দেখা না পাওয়া কুমিল্লা এই ম্যাচে ঝাঁপিয়ে পড়বে জয়ের জন্য, এটা অনুমান করা যাচ্ছে সহজেই।
এদিকে ৩ ম্যাচের মধ্যে ২টি জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। দলীয় পারফরম্যান্সের এক দারুণ দৃষ্টান্ত দেখিয়ে চলেছে দলটি। ঢাকার বড়ো শক্তি দলে অনেকজন ম্যাচ উইনার আছেন। সাঙ্গাকারা, ব্রাভো, বোপারার সঙ্গে অধিনায়ক সাকিব, নাসির, তরুণ তুর্কি মোসাদ্দেক, সানজামুল- যে কেউই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন