টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ পাকিন্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০.৩০মি অনুষ্ঠিত হয় ম্যাচটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত জুনিয়র টাইগারদের সংগ্রহ ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের হয়ে ওপেনিং করছেন অধিনায়ক সাইফ হাসান (৬) ও মুকিদুল ইসলাম (৩)।
টুর্নামেন্টের টানা দুই জয়ে বি-গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। শেষ চার নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই সাইফ হাসানদের।
গত বৃহস্পতিবার মাতারায় প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। সে ম্যাচে অধিনায়ক সাইফ হাসান ৬৭ রান করে দলকে জয় এনে দেন। তবে ম্যাচে বোলাররা মূল ভূমিকা পালন করেন।
পরের দিন বিজয় দিবসে সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে বাংলার যুবারা। গলে ৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা। সাইফ ও আব্দুল হালিমদের মতো অভিজ্ঞরা এ ম্যাচে জ্বলে উঠেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন