টাইগারদের জন্য জটিল হিসাব: সেমিতে ম্যাচ পরিত্যক্ত হলেই ফাইনালে ভারত?
দুই দেশের কেউ আর অস্বীকার করছেন না যে; ১৫ তারিখ বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল হতে যাচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে আগুন ম্যাচ। মাশরাফি বাহিনীর মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত।
কিন্তু বৃষ্টির জন্য খেলা যদি না-হয়, তাহলে ভারতই চলে যাবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে! কারণ গ্রুপ থেকে বাংলাদেশের তুলনায় বেশি পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গেছে ভারত।
ভারতীয় একটি সংবাদপত্র জানিয়েছে, দেশটির ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। কারণ গত দুই বছর ধরেই ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ। একটি সিরিজ জয়ের ইতিহাসও আছে।
সুতরাং চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ ভারতকে সহজে ছাড় দেবে না বলেই মনে করছেন সবাই। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দেওয়া ভারত হেরেছে কেবল অদম্য শ্রীলঙ্কার কাছে।
বিরাট কোহলির দলের রান রেট +১.৩৭০। অন্যদিকে, ‘এ’ গ্রুপে ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। রান রেট +০.০০০। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট বেশি থাকার সুবিধা পেতে পারে ভারত।
বার্মিংহামে বৃষ্টিতে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বৃষ্টি হয়েছিল। খেলাও বন্ধ হয়ে গিয়েছিল। সবচেয়ে খারাপ খবর হলো, বৃহস্পতিবারের সেমিফাইনালেও বৃষ্টির আশঙ্কা আছে। ফাইনাল ছাড়া রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বাংলাদেশের সমর্থকদের বৃষ্টিবিহীন দিনের আশায় থাকতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন