টাইগারদের টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন বাংলাদেশের ‘আফ্রিদি’!
যুব টাইগার দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে অনেকেই বলেন বাংলাদেশের ‘আফ্রিদি’। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি যেমন তার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বোল্ড আউট করে দুই হাত দুই দিকে প্রসারিতে করে দাঁড়িয়ে যায়। বাংলাদেশি সাইফউদ্দিনও উইকেট পেলেই দুই হাত দুই দিকে প্রসারিতে করে উদ্যাপনটা তেমনই করেন। তাই অনেকেই সাইফউদ্দিনকে বাংলাদেশি ‘আফ্রিদি’ নামে ডাকেন।
যুব টাইগার দলের পেস বোলিং অলরাউন্ডার সেই (আফ্রিদি) সাইফউদ্দিনকে এবার ডাকা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শিগগিরই তিনি দলের সাথে যোগ দেবেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে আগামী চার ও ছয় এপ্রিল।
সাইফউদ্দিন ২০১৫ সালে দেশের মাটিতে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। আর সম্প্রতি এমার্জিং এশিয়া কাপেও দারুণ পারফরম করেছেন সাইফ। তিন ম্যাচে সাত উইকেট ছাড়াও ব্যাটিংয়ে করেছেন ৬৮ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন