টাইগারদের নতুন ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল
চ্যাম্পিয়নস ট্রফির পর ব্যাটিং পরামর্শক থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারের উত্তরসূরি হলেন মার্ক ও’নিল। তবে এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করছে না বিসিবি।
গত বছর ইংল্যান্ড সিরিজের আগে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সামারাবিরাকে। তবে এক বছর যেতে না যেতেই নতুন ব্যাটিং পরামর্শক খোঁজা শুরু করে দিয়েছিল বিসিবি। মার্ক ও’নিলের নিয়োগে শেষ হলো সেই অন্বেষণ।
নতুন ব্যাটিং পরামর্শকের চুক্তি প্রসঙ্গে শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘মার্ক ও’নিলের সঙ্গে সামারাবিরার মতোই চুক্তি হয়েছে আমাদের। তিনি বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে জাতীয় দল ও বিসিবির অন্যান্য দলের সঙ্গে কাজ করবেন।’ আপাতত স্বল্প মেয়াদে হলেও চুক্তির মেয়াদ দীর্ঘ হওয়ার সম্ভাবনা জানিয়ে তার মন্তব্য, ‘মার্ক ও’নিলের তত্ত্বাবধানে ব্যাটসম্যানরা উন্নতি করলে তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যেতে পারি আমরা। শুক্রবার নিয়োগ পেলেও তিনি কাজ শুরু করবেন রবিবার থেকে।’
আজ শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ও’নিল।
ব্যাটিং কোচ হিসেবে ও’নিলের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ। অস্ট্রেলিয়ার জাতীয় দল ছাড়াও ইংল্যান্ডের কয়েকটি ক্লাবের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি।
প্রায় ১১ বছরের খেলোয়াড়ি জীবনে কখনও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি ও’নিলের। ৭৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ হাজার ৭২৯ রান করেছেন তিনি। পাশাপাশি ২১টি লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ৩২৯।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন