টাইগারদের নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদি

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মর্তূজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং বাকি টাইগারদের ধারাবাহিক নৈপুণ্যর ফলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বর্তমানে ক্রিকেট বিশ্বে একটি সমীহ করার মতো জাতীয় দলে পরিনত হয়েছে। চারিদিকে টাইগারদের প্রশংসা করছে ক্রিকেট বিশেষজ্ঞগন। এবার এই লিস্টে যোগ দিয়েছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এইতো গেল বছরই বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। নিউজিল্যান্ডে ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ সাত ম্যাচ খেলে চারটিতে জয় লাভ করে, যার মধ্যে রয়েছে এডিলেইডে থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় একটি জয়।
তারপরই দেশের মাতিতে একের পর এক সিরিজ জয় করেছে মাশরাফির দল। ক্রিকেট বিশ্বের দুই সাবেক চ্যাম্পিয়ন ইন্ডিয়া, পাকিস্তান ও ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় লাভ করে টাইগাররা। যার মধ্যে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাওাশ।
চলতি বছরও জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। এবারই প্রথম এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয় লাল সবুজের দল। এবং সম্প্রতি ক্রিকেটের জনক ইংল্যান্ডকে টেস্টে পরাজিত করে হাতুরাসিংহের ছাত্ররা।
বিষয়টি ভাল ভাবেই যানা শহীদ আফ্রিদির। বুম বুম খ্যাত এই পকিস্তানি ক্রিকেটার বর্তমানে ঢাকায় রয়েছেন। রংপুরের হয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে খেলছেন তিনি। সম্প্রতি একদিন এক ইন্টার্ভিউতে টাইগারদের বিস্তর প্রশংসা করেন।
বিশেষ করে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রতিক বছর গুলোতে নিজেদের ক্রিকেট বিশ্বের অন্যতম বড় শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করে নিয়েছে।” এছাড়া তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলেরও অনেক প্রশংসা করেন।
বাংলাদেশ রেঙ্কিংয়ে বর্তমানে ৭ নম্বরে অবস্থান করছে। এরই ফলস্বরূপ আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন