টাইগারদের পারিশ্রমিক এখনও দেয়নি যে দলগুলো

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়েছে প্রায় পাঁচ মাস আগে। লিগের নতুন আসরের আলোচনাও চলছে ক্রিকেটাঙ্গনে।
অথচ এখনও সর্বশেষ আসরের পারিশ্রমিকই ক্রিকেটাররা বুঝে পাননি। বেশিরভাগ ক্লাবই ক্রিকেটারদের সম্পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করেনি।
গত আসরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলা ক্রিকেটাররা ৬০ ভাগ পারিশ্রমিক পেয়েছেন। এখনও তাদের ৪০ ভাগ টাকা বকেয়া রয়েছে।
বকেয়া পারিশ্রমিকের জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের দ্বারস্থ হয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ক্রিকেটাররা।
বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে শফিউল ইসলাম, সোহাগ গাজী ও মার্শাল আইয়ুব দেখা করেন বিসিবির নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। সেখানে তারা আশ্বাস পেয়েছেন, ক্লাব পরিশোধ না করলে বিসিবিই তাদের পারিশ্রমিক দিয়ে দিবে।
যতদূর জানা গেলো টাইগারদের পারিশ্রমিক এখনও পুরোটা শোধ করেনি দলগুলোর মধ্যে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের মতো শীর্ষ ক্লাব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন