টাকার অভাবে খাবার খেতে পারছে না ভারতীয় ক্রিকেটার !

নতুন করে আর না বলাই ভালো বিশ্ব ক্রিকেটের সবথেকে ধনী বোর্ডের নাম বিসিসিআই। কিন্তু সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরুণ ক্রিকেটাররা এখন রাতে খাবারের টাকাটাও পাচ্ছেন না। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে থাকা ভারতের অনূর্ধ্ব-১৯ দল প্রাত্যহিক ভাতা হিসেবে যে টাকাটা পাওয়ার কথা, সেটা পাচ্ছে না বলে জানা গিয়েছে।
বিভিন্ন সংস্কার কার্যক্রমকে ঘিরে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সুপ্রিম কোর্টের মধ্যে। সংস্কার কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হওয়ায় অপসারণ করা হয়েছে বিসিসিআইয়ের সভাপতি পদে থাকা অনুরাগ ঠাকুর ও সেক্রেটারি অজয় শিরকেকে।
ফলে অর্থ বরাদ্দ করার জন্য কোন কর্তাই নেই ভারতীয় বোর্ডের অন্দরে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, প্রতি সপ্তাহে বিসিসিআই খরচ করতে পারবে মাত্র ২৪ হাজার টাকা। সেই কারণেই কোন টাকা বরাদ্দ করা যাচ্ছে না ভারতের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের শেষেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্তা।
তিনি বলেন, ‘এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পর আমরা খেলোয়াড়দের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রতিদিনের খরচটা দিয়ে দেব। এখন বিসিসিআইয়ের মধ্যে অনেক সমস্যা চলছে। টাকা তোলার জন্য সই করার মতো লোকও নেই। ফলে আমরা কাউকেই টাকা দিতে পারছি না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন