টাকার বিনিময়ে অভিনেত্রীদের দেহ ব্যবসা

পেইড সেক্স। টাকার বিনিময়ে যৌনতা। টাকা রোজগারের তাগিদ। আর সেই তাগিদেই এসকর্ট সার্ভিসের সঙ্গে নিজেকে যুক্ত করা। কিছুদিন আগেই বিস্ফোরক দাবি করে এক বলি অভিনেত্রীর স্বীকারোক্তি ছিল, কেরিয়ারে একসময় তিনি পেইড সেক্সে অভ্যস্ত ছিলেন। শুধু তিনিই নন। ভারতীয় অভিনয়ের জগতে এরকম আরও কয়েকজন রয়েছেন, যাঁরা টাকার বিনিময়ে যৌনতায় অভ্যস্ত ছিলেন একসময়।
প্রথমজন শার্লিন চোপড়া। কেরিয়ারের শুরুর দিকে যখন মডেলিং করছেন শার্লিন, তখন টাকা নিয়ে ক্লায়েন্টদের সঙ্গে সময় কাটাতেন তিনি। তাঁর দাবি, সেইসব সম্পর্কে কোনও মনের টান কিছু ছিল না। তাই আজ আর তাঁদের কাউকে তাঁর মনে নেই। তবে জীবনে কেয়ারিং কেউ না থাকায়, পুরুষসঙ্গ ভালোই উপভোগ করতেন শার্লিন। একইসঙ্গে এভাবেই স্ট্রাগলিং পিরিয়ডে নিজের আর্থিক নিরাপত্তা জোগাড় করতেন তিনি।
কন্নড় অভিনেত্রী যমুনা। অনেকেই বিশ্বাস করতে পারেননি ২০১১-তে দেহব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যখন তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।
সায়রা বানু। ইনিও একজন দক্ষিণী অভিনেত্রী। ২০১০-এ হায়দরাবাদে পুলিসি অফিযানের সময় তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, দেহব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সায়রা।
তেলেগু অভিনেত্রী কিন্নেড়া। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পাশাপাশি তিনি নাম লেখান দেহ ব্যবসাতেও। একটি চ্যানেলের স্টিং অপারেশনে ধরা পড়ে তিনি সেক্স ব্রোকার হিসেবেও কাজ করতেন।
ভূবনেশ্বরী। এই বি গ্রেড দক্ষিণী অভিনেত্রীকে চেন্নাইতে সেক্স রাকেট চালানোর অভিযোগে বহুবার গ্রেফতার করে পুলিশ।আইশ আনসারি। তামিল অভিনেত্রী ও আইটেম গার্লকে ২০১১-তে যোধপুর থেকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ভারতের প্রায় সব বড় শহরে তাঁর ক্লায়েন্টরা ছিল। পুলিসের চোখে ধুলো দেওয়ার জন্য তিনি নানা রঙের পটচুলা ব্যবহার করতেন।-জিনিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন